কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে মাদকবিরোধী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক।

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবার আয়োজন করল মাদকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে কাউন্সেলিং সাপোর্ট মিটিং। মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে স্কুল অফ বিজনেস, সিইউবি মেন্টাল হেল্থ ক্লাব এবং প্রথম আলো ট্রাস্ট-এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠান পরিচালনা করেন স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. মোহিত কামাল।

Post MIddle

আলোচনায় উঠে আসে ক্যাম্পাসে মাদকমুক্ত সংস্কৃতি কিভাবে তৈরি করা যায়, ছাত্র-ছাত্রীরা মাদকাসক্তির সাথে কিভাবে লড়াই করবে, কিভাবে তাদেরকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা যাবে প্রভৃতি বিষয়। ছাত্র-ছাত্রীদের জন্য কাউন্সেলিং সেবা এবং পুনর্বাসন কর্মসূচির বিষয়ে তথ্যও প্রদান করা হয় এই সভায়।

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক, স্কুল অফ বিজনেসের ডিন প্রফেসর জহুরুল আলম, স্কুল অফ বিজনেস বিভাগের প্রধান প্রফেসর এস এম আরিফুজ্জামান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

মাদকবিরোধী কর্মশালা

পছন্দের আরো পোস্ট