বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

Soils, Where Food Beginsএ প্রতিপাদ্যকে ধারণ করে ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০২২’ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ (৫ ডিসেম্বর ২০২২) চবি বঙ্গবন্ধু চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার র‌্যালি উদ্বোধন করেন। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি ড. সাবরিনা শারমীন আলম ও উক্ত বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, চবি বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Post MIddle

উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, মৃত্তিকা আমাদের পরম সম্পদ। বিশ্ব ব্যাপি ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ঘাটতি মোকাবেলায় খাদ্যের উৎপাদনশীলতা বাড়াতে মৃত্তিকার উর্বরতা শক্তি বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রয়োজন মাটির সঠিক পরিচর্যা। মাননীয় উপাচার্য বিশ্ব মৃত্তিকা দিবসের সফলতা কামনা করেন।

পছন্দের আরো পোস্ট