আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে এমপ্লয়েবিলিটি অ্যান্ড স্কিল সামিট

নিস্ব প্রতিবেদক।

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এমপ্লয়েবিলিটি অ্যান্ড স্কিল সামিট’-২০২২ বিষয়ক সেমিনার বিশ্ববিদ্যালয়ে স্কুল অব জিসনেস-এর উদ্যোগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ২০২২) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. এম. এহসানুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও সুইস টেক্স গ্রুপের চেয়ারম্যান সিব্বির মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউনিলিভার কন্জুমার কেয়ার লি.-এর চেয়ারম্যান মাসুদ করিম,আকিজ ভেঞ্চার গ্রুপের সিইও ও এমডি সৈয়দ আলমগীর, থ্রিভিং স্কিল লি.এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ নুরুদ্দিন আহমেদ, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সালেহ মো. মাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেস বিভাগের প্রধান প্রফেসর ড.এস.এম. শফিউল আলম।

Post MIddle

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের জ্ঞান আহরণের উপর জোর দেন। যাতে বর্তমান বিশ্বের সাথে সুন্দরভাবে কাজ করতে পারেন। দেশের দক্ষ জন সম্পদ হিসেবে নিজেকে গড়ে তোলোর উপর জোর দিতে আহ্বান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও স্কুলঅব বিজনেস এর শিক্ষার্থীরা।

এ প্রোগ্রামে প্রায় ১৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীরা সরাসরি জবের জন্য সিভি জমা দিয়ে চাকরি পেতে পারেন। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে বিভিন্ন জব স্টলে সিভি জমা দেন।

পছন্দের আরো পোস্ট