ইবি ছাত্রলীগের জয় বাংলা বাইক সেবায় স্বপ্নভঙ্গ থেকে রক্ষা

ইবি প্রতিনিধি

পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে এসেছেন সুরাইয়া খাতুন। তার পরিক্ষার কেন্দ্রেইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় ঘড়িতে তখন ১১ টা বেজে ৫৮ মিনিট। কেন্দ্রে হেটে যেতে হলে প্রায় ৫ মিনিটের দরকার। কিন্তু তার হাতে আছে মাত্র ২ মিনিট। বারোটার পর আর পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারবে না সে। রাজ্যের সকল দুঃশ্চিন্তা যেন ভর করেছে তার মাথায়। তবে কি এতোদিনের লালিত স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে?

এমন সময় তার সামনে বাইক নিয়ে হাজির ছাত্রলীগ কর্মী মেজবাহ। সময়ের মধ্যেই তাকে পৌছে দিলেন পরীক্ষার কেন্দ্রে। শনিবার (১৩ আগস্ট) গুচ্ছ ভর্তি পরীক্ষার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবার ‘জয় বাংলা বাইক সার্ভিস’ কর্মসূচীসহ নানা আয়োজন করে শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে ক্যাম্পাসে পাঁচটি বাইক নিয়ে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ কর্মসূচি পরিচালনা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ভর্তিচ্ছু, অভিভাবক ও দায়িত্বরত শিক্ষক-কর্মকর্তাদের জন্য জরুরি চিকিৎসা সেবা, পানি, মাস্ক ও স্যালাইন সরবরাহ করেন তারা।শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

শাখা ছাত্রলীগের সহায়তামূলক কার্যক্রম নিয়ে প্রশংসা করেন আগত ভর্তিচ্ছু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

Post MIddle

বাইক সার্ভিস সম্পর্কে ভর্তিচ্ছু বলেন, ‘জ্যামের কারণে পৌঁছাতে দেরি হওয়ায় খুবই চিন্তা হচ্ছিল। ঠিক তখনই এমন বাইক সার্ভিস পেয়ে খুবই ভালো লেগেছে।’

ছাত্রলীগ কর্মী মেজবাহুল ইসলাম বলেন, ‘ ভর্তিচ্ছুদের সহযোগিতায় বাইক সার্ভিস নিয়ে পাশে থাকতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে। ওরা বিশ্বদ্যিালয়ে ভর্তির সুযোগ পেলে সারাজীবন ছাত্রলীগের সহযোগিতার কথা মনে রাখবে, এটাই বড় প্রাপ্তি।’

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘ আমরা আমাদের সাধ্যমত ভর্তিচ্ছু ও অভিভাবকদের সহায়তার চেষ্টা করেছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘আমরা ভর্তিচ্ছুদের সেবায় জয় বাংলা বাইক সার্ভিস সহ পানি, মাস্ক ও স্যালাইন বিতরণ ও অভিভাবক কর্ণারের ব্যবস্থা করেছি। সামনের দিনে আমাদের এই সেবা অব্যাহত থাকবে।’

পছন্দের আরো পোস্ট