
মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইবি ছাত্রলীগের মিছিল
ইবি প্রতিনিধি
মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যলয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। সোমবার (২৫ জুলাই) দুপুর ১ টার দিকে দলীয় টেন্ড থেকে মিছিলটি বের করেন তারা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় ‘মাদকের আস্তানা-ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও’ ‘চল যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে’ সহ মাদকবিরোধী নানা শ্লোগান দেন। মিছিলে ছাত্রলীগ নেতা বিপুল হোসাইন খান, কামরুল হাসান অনিকসহ দেড়শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে গত রবিবার সন্ধ্যায় জিয়া মোড় থেকে একই দাবিতে মিছিল বের করে শাখা ছাত্রলীগের আরেক গ্রæপ। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় নেতাকর্মীরা বলেন, ইবিতে মাদকের কারণে অনেক শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে গেছে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে যারা বিশ্ববিদ্যালয়কে মাদকের কারখানা বানিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।