চবিতে আরো তিন নতুন গাড়ী

চবি প্রতিনিধি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে যুক্ত হল ১টি এসি বাস, ১টি নোহা ও ১টি হাইচ মাইক্রোবাস। গাড়ীগুলো গত অর্থবছরে জুন মাসে ক্রয় করা হয়েছিল। গত (২১ জুলাই) ক্রয়কৃত উক্ত গাড়ীগুলো চলাচলের জন্য উন্মুক্ত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

Post MIddle

এ সময় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, পরিবহন দপ্তরের প্রশাসক জনাব এস এম মোয়াজ্জেম হোসেন, এস্টেট শাখার প্রশাসক ড. মোঃ মইনুল ইসলাম, সহকারী প্রক্টরবৃন্দ ও ডেপুটি রেজিস্ট্রার জনাব মাহবুব হারুন চৌধুরী এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট