নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি
নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবিতে) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইবি পূজা উদযাপন পরিষদ এ মানববন্ধন করে।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক বিপুল রায় ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী।
মানববন্ধনে বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুর, বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা।