৮ম জেইউএসসি গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (জেইউএসসি) আয়োজনে ৮ম জেইউএসসি গণিত অলিম্পিয়াড-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
‘গণিতের মাঝে বিজ্ঞানের বাস, গণিতে করি মেধার বিকাশ’ প্রতিপাদ্য বিষয় ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনে অনুষ্ঠিত এ গণিত অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর।
এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক এবং জাবি স্কুল ও কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকিরুল ইসলাম। গণিত অলিম্পিয়াডে বিভিন্ন স্কুল ও কলেজের ৪৪০০ হাজার ২৯ শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।