ইনসেক্টিসাইড এন্ড হেলথ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিসাত রহমান, জবি প্রতিনিধি।

গতকাল ২৮ জুন (মঙ্গলবার)  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সুকুমার বেপারী এর  অনুকূলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত গবেষণা প্রকল্পের অর্থায়ণে “ইনসেক্টিসাইড এন্ড হেলথ”  শীর্ষক একটি সেমিনার ফার্মেসী বিভাগে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান খন্দকার খাদ্য নিরাপত্তা এবং ফার্মাসিষ্টদের ভূমিকা ও অপার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Post MIddle

উক্ত সেমিনারে সভাপতি হিসেবে প্রকল্প পরিচালক অধ্যাপক ড. সুকুমার বেপারী নিরাপদ গবেষণা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মানব দেহের উপর কীটনাশক এর প্রভাব, তার প্রতিকার এবং এ বিষয়ে গবেষণার সর্বশেষ অগ্রগতি শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের সহ-গবেষক অধ্যাপক ড. বিশ্বজিৎ কুমার বিশ্বাস।

উদ্বোধনী বক্তৃতায় ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ফার্মাসিউটিক্যাল সাইন্স এর গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।

পছন্দের আরো পোস্ট