গার্হস্থ্য অর্থনীতি কলেজে বৃত্তি পেলেন যারা
ঢাবি প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন ২০২২ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ রুপশ্রী চৌধুরী স্বাগত বক্তব্য দেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। নারীরা তাদের যোগ্যতা ও কর্মদক্ষতা দিয়ে সমাজের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মেধা, মনন ও প্রজ্ঞার সঠিক প্রতিফলন ঘটানোর জন্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সমানভাবে চর্চা করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ১০জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন মোসাম্মৎ শাহিনুর আক্তার, তাইয়্যেবা আক্তার, ঝর্ণা আক্তার লাভলী, মালিহা মমতাজ, ফাতেমা হোসাইন দিশা , মোসাম্মৎ সাবরিনা মমতাজ, সুমাইয়া আক্তার সারা, শ্রাবণী রায়, সায়কা আনজুম এবং সানজানা শাজনিন আনিকা। অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।