
ইবিতে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা
ইসলামী বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগ আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা ২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
গত (২১ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মাদ সোহেল। বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা ২০২০-এর চ্যাম্পিয়ন শেখ রাসেল হল ও রানার আপ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং চ্যাম্পিয়ন আইন বিভাগ ও যুগ্ম রানারআপ বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।