নজরুল ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘দুই মহান ব্যাক্তির নামে প্রতিষ্ঠিত দুই বিশ্ববিদ্যালয় নজরুল ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আজ দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দুই বিশ্ববিদ্যালয় একসাথে এক আত্মা হিসেবে কাজ করবো। শিক্ষা, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে আমরা দুই বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ করে যাব। ’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আজ (৯ জুন ২০২২) বৃহস্পতিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দুই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা, গবেষণা ও উন্নয়নে সহযোগিতা বিনিময় শুরু হলো এবং ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রেও এমন আরও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবার নজরুল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কিছু সময়ের জন্য শিক্ষা গ্রহণের সুযোগও আমরা তৈরি করব।’

Post MIddle

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, ‘চুক্তি স্বাক্ষরে যে বিষয়গুলো উল্লেখ থাকে তা খুব কম বিষয়, আমরা দুই বিশ্ববিদ্যালয় একসাথে তার চেয়ে আরও বেশি কাজ করতে চাই। আমাদের দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে যে মধুর সম্পর্ক রয়েছে তা আরও মজবুত ও অটুট হলো এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। ’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে তা দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দের হাতে তুলে দেন দুই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারবৃন্দ।

এসময় নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. সাহাব উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচারলক রাধে শ্যাম, অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ও পি এস টু ভিসি এস এম হাফিজুর রহমান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রধান প্রফেসর ড. মো. ফখরুল ইসলাম।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে ‘বাংলার নবজাগরণ: বিদ্যাসাগর থেকে বঞ্চিমচন্দ্র’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের

উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর সেমিনার বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম এবং সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফখরুল ইসলাম।

পছন্দের আরো পোস্ট