রাবিতে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা বিষয়ে সেমিনার

রাবি প্রতিনিধি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ আয়োজিত বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচাভিত্তিক ‘Bangabandhu in Prison: The Prison Diaries’  শীর্ষক এক সেমিনার আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির পরিচালক প্রফেসর ফকরুল আলম। সেমিনারে আলোচক ছিলেন ঢাকার ইউনিভার্সিটি অব লিবারাল আর্টসের প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

Post MIddle

ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।

এই সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় ২০০ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নেন।

পছন্দের আরো পোস্ট