খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০ ও ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ৮ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ১৯ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয় এবং ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।

Post MIddle

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে শিক্ষার্থীদের শপথবাক্য পড়ান ও বক্তব্য রাখেন চারুকলা স্কুলের প্রাক্তন ডিন প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান জাহিদা আখতার, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বেবী সুলতানা, আয়োজক কমিটির আহ্বায়ক ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক খায়রুল হাসান, কোর্স কো-অর্ডিনেটর প্রভাষক শাপলা সিংহ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাহিমা হোসেন মমি, দীপান্বিতা মনিষা ও কামরুন নাহার চৈতি। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষ্যে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পছন্দের আরো পোস্ট