কুবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

কুবি প্রতিনিধি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)  শুরু হয়েছে আন্তঃবিভাগ (ছেলে-মেয়ে) ব্যাডমিন্টন প্রতিযোগিতা। রোববার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ব্যাডমিন্টন কোর্টে এ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি  বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসাইন এর সঞ্চালনায় এবং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.মোঃ শামিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার জন্যই খেলাধুলার প্রয়োজন। আমাদের মনসংযোগ দরকার। খেলাধুলা আমাদের সে সুযোগ করে দেয়।’
Post MIddle
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বড় বিশ্ববিদ্যালয়। যার  ৮শ বছরের বেশি শিক্ষার ঐতিহ্য এই অঞ্চলের। ভারতীয় উপমহাদেশের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে সংস্কৃতি সেটি অন্য বিশ্বের যে কোনো জায়গার তুলনায় অনেক উন্নত ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের হলে ঠিকমতো থাকতে দিতে পারছি না,  ঠিকমতো পুষ্টি সম্মৃদ্ধ খাবার যেটি সরবরাহ করা উচিত সেটি আমরা করতে পারছি না। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতার মধ্যেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিকে কেউ রোধ করতে পারবে না।’
এ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মেয়েদের ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে সিএসসি বিভাগ ও আইসিটি বিভাগ।
পছন্দের আরো পোস্ট