নটর ডেম কলেজের নবীন বরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘দেশমাতৃকার তৃষ্ণা মেটাতে প্রত্যেকটি শিক্ষার্থীকে কৃষ্টি-সংস্কৃতি চর্চা এবং নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এর মধ্যদিয়ে বিশ্বের বুকে মর্যাদাবান রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশ।’

Post MIddle

আজ শুক্রবার (৪ মার্চ) রাজধানীর নটর ডেম কলেজে নবীন বরণ অনুষ্ঠান-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও পিএসসি’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন ও চিত্রপরিচালক গাজী রাকায়েত, জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আবু হানিফ, ছাত্র পরিচালক ফাদার আন্তনী সুশান্ত গমেজসহ নবীন শিক্ষার্থী, অভিভাবকসহ কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পছন্দের আরো পোস্ট