ডুয়েটে প্রোগ্রামিং কনটেস্ট আইডিপিসি অনুষ্ঠিত

ডুয়েট প্রতিনিধি।

শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ প্রতিবারের মতো এ বছরও ‘ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইডিপিসি)- ২০২২’ এর উদ্বোধন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে গতকাল (২৬ ফেব্রুয়ারি) ভার্চুয়াল মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের উৎকর্ষতা সাধনের এই দ্বার প্রান্তে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়াই এখন আমাদের মূল চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিজ্ঞান-প্রযুক্তি গবেষণায় উৎকর্ষ সাধন এবং উদ্ভাবনী চিন্তাগুলো সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য এ ধরনের প্লাটফর্ম তৈরি করা অত্যন্ত জরুরি।

এছাড়া আমাদের উচিত মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও কোনো ধরনের নেতিবাচক প্রভাব না ফেলে এমন ধরণের উদ্ভাবনে সবাইকে উৎসাহিত করা। তিনি কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সাইবার সিকিউরিটির বিষয়টি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি সঠিক সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা করে করোনা ভাইরাস মোকাবেলা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি ভাষার এই মাসে ১৯৫২ সালের সকল ভাষা শহীদ, ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁদের পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাসহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

Post MIddle

ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ডুয়েট কম্পিউটার সোসাইটির যৌথ আয়োজনে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন ডুয়েট কম্পিউটার সোসাইটির মডারেটর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম। এছাড়া অরগানাইজিং সদস্য হিসেবে কম্পিউটার সোসাইটির সভাপতি মো. রবিউল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, সিএসই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই প্রযুক্তি উৎসবে ৩টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট এক্সিবিশন ও আইসিটি অলিম্পিয়াড। উল্লেখ্য, উৎসবটি আজ সারাদিন ব্যাপি অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ৩ মার্চ বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে।

পছন্দের আরো পোস্ট