নানা আয়োজনে ইবিতে স্কাউটস দিবস পালিত

ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল’র ১৬৫তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে র‌্যালি, কেক কাটা, আলোচনাসভা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় রোভার ডেন থেকে র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের রোভাররা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ইবি রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের সভাপতি আখতার হোসেন আজাদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল অধ্যাপক ড. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিপির জন্মদিন উপলক্ষে কেক কাটেন রোভাররা।

Post MIddle

উল্লেখ্য, রোভার স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। রোভার স্কাউট প্রতিষ্ঠা ও এর বিকাশে অবদান রাখায় এ দিনটিকে বিশ্ব রোভার স্কাউটস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

পছন্দের আরো পোস্ট