চবিতে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তির কার্যক্রম পুনঃনির্ধারণ

চবি প্রতিনিধি।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) কর্তৃক প্রেরিত গতকাল (৩ফেব্রুয়ারী ) বৃহস্পতিবার পাঠানো প্রেস রিলিজে বিভিন্ন বিভাগের পরীক্ষার সময়সূচী জানানো হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বাংলা (শুধুমাত্র বিদেশীদের জন্য), ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, জাপানিজ, চাইনিজ, আরবি ও ফারসি ভাষায় সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম পুনঃনির্ধারণ করা হয়েছে।

Post MIddle

আধুনিক ভাষা ইনস্টিটিউট অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়ার সময়সীমা ২৪.২.২০২২ তারিখ।

ভর্তি পরীক্ষা শুধুমাত্র ইংলিশ (দুপুর ২:১৫মি. থেকে ৩:১৫মি.) ২৪.০২.২০২২ তারিখ এবং ১০.০৩.২০২২ তারিখ ফলাফল প্রকাশ করা হবে।

ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদেরকে আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং একাডেমিক শাখা থেকে ছাড়পত্র নিয়ে অগ্রণী ব্যাংক, চবি শাখায় ভর্তি ফিস জমা দেয়ার সময়সীমা ২০.০৩.২০২২ থেকে ৩১.০৩.২০২২ তারিখ। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট ইনস্টিটিউট অফিস থেকে জানা যাবে।

পছন্দের আরো পোস্ট