যুবদের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ইনজামুল সাফিন ।

বরিশালে যুব সংগঠনের নেতৃবৃন্দের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বরিশাল সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির বিভাগীয় সমন্বয়ক ইনজামুল সাফিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কলেজের সহযোগী অধ্যাপক ড. মো ফোরকান মিয়া, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ শামীম আহসান, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির পিরোজপুর জেলা সমন্বয়ক সজল রায়, এলডিসির সভাপতি মোঃ জুবায়ের প্রমুখ। প্রশিক্ষণে  যুবদের জীবন দক্ষতার বিকাশ তথা চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী হিসেবে গড়ে তুলবার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক নির্দেশিত ১০টি জীবন দক্ষতার ওপর আলোচনা করা হয়।

Post MIddle

এছাড়া বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ তাদের  কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানের অন্যতম আলোচক ড. মোঃ শামীম আহসান যুব নেতৃত্ব বিকাশ ও সমাজ পরিবর্তনে যুবদের করণীয় বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন।

ঝালকাঠির যুব সংগঠক মোঃ ফজলে রাব্বী অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে এসে আমাদের বিশ্লেষণধর্মী চিন্তধারার বিকাশ ঘটেছে। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ নজরুল ইসলাম বলেন, সুন্দর আগামীর জন্য জীবন দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ৪০ জন যুব সংগঠক অংশগ্রহণ করেন।

যুব সংগঠন
??????
পছন্দের আরো পোস্ট