ইবিতে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের ১২২তম সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (২৩ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৮ জন গবেষককে এমফিল এবং ৩৭জন গবেষককে পিএইচডি ডিগ্রী প্রদানের সুপারিশ করা হয়।

Post MIddle

এছাড়াও সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান নামে নতুন দু’টি বিভাগের অধ্যাদেশ সিন্ডিকেটে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। উল্লেখ্য এনিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভাগের সংখ্যা হলো ৩৬টি।

সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। সভায় সশরীরে ও ভার্চুয়ালি আরও উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভা সঞ্চাচালনা করেন রেজিস্ট্রার (ভার:) ও একাডেমিক কাউন্সিলের সচিব মু.আতাউর রহমান।

পছন্দের আরো পোস্ট