ড্যাফোডিলে গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক।

গতকাল (১৯ জানুয়ারি) বুধবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) আয়োজিত ‘বঙ্গবন্ধুর মানব উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ : প্রেক্ষিত মুজিব শতবর্ষ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ৭১ মিলনায়তনে এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ।

Post MIddle

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান।

বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য ও উদ্যেক্তা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, এবং বিএসএইচআরএম এর সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএইচআরএম এর সভাপতি এম মাশেকুর রহমান খান।

পছন্দের আরো পোস্ট