চবি জননেত্রী শেখ হাসিনা হলে ম্যুরাল উন্মোচন

চবি প্রতিনিধি।

চবি জননেত্রী শেখ হাসিনা হলের উদ্যোগে হল প্রাঙ্গণে স্থাপিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন করা হয়েছে। আজ (২০ জানুয়ারি ২০২২) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যুরাল উন্মোচন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ,চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, উক্ত হলের প্রভোস্ট প্রফেসর ড. এ কে এম রেজাউর রহমান ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, উক্ত হলের আবাসিক শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ চবি শাখার নেতৃবৃন্দ, উক্ত হলের আবাসিক ছাত্রীবৃন্দ এবং সুধীবৃৃন্দ উপস্থিত ছিলেন।

Post MIddle

উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ’৭৫ এর ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এখন বিশ্ববাসীর কাছে গণতন্ত্রের নেত্রী, মানবতার নেত্রী, উন্নয়নের নেত্রী। তাঁর দক্ষ দূরদর্শী নেতৃত্ব আজ বিশ্বদরবারে রোল মডেল।

উপাচার্য বলেন, দেশের উন্নয়ন-সমৃদ্ধির অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। মাননীয় উপাচার্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে হলের আবাসিক ছাত্রীদের লেখাপড়ায় অধিকতর মনোযোগী ও দায়ত্বশীল হওয়ার আহ্বান জানান।

পছন্দের আরো পোস্ট