খুবি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খুবি প্রতিনিধি।

খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৯ জানুয়ারি) বুধবার সকাল ৯টায় পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক সহশিক্ষা কার্যক্রম শরীর গঠন ও মানসিক বিকাশে সহায়ক।

Post MIddle

তিনি বলেন, আজ স্কুল-কলেজের শিক্ষা হয়ে গেছে কোচিং নির্ভর। এটা খুবই হতাশাব্যঞ্জক। তিনি বলেন, ক্লাসে শিক্ষার্থীদের ধরে রাখতে সচেষ্ট হতে হবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি আশা করেন।

বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর এ কে ফজলুল হক। আগামীকাল এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

পছন্দের আরো পোস্ট