ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এহসান আল মিরাজের সিনেমা 

জবি প্রতিনিধি।

চলচ্চিত্র অঙ্গনে স্বাধীন নির্মাতাদের বিচরন ক্রমেই দেশিয় চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিচ্ছে বিশ্ব দরবারে। তারই ধারাবাহিকতায় এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এহসান আল মিরাজের ‘শহরের যত কালো’ চলচ্চিত্রটি প্রদর্শিত হতে যাচ্ছে আগামী ২২ ও ২৩ এ জানুয়ারিতে যথাক্রমে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমিতে।

Post MIddle

১১ মিনিটের এই ডকুমেন্টারি সিনেমাটি সমসাময়িক সমাজের চিত্র তুলে ধরে। যা নিয়ে নির্মাতা বলেন, “সমাজের একটি চিত্র নান্দনিক উপায়ে ফুটিয়ে তুলার একটি চেষ্টামাত্র ‘শহরের যত কালো’। সকলকে সিনেমাটি দেখার আমন্ত্রন জানাই। পাশাপাশি দেশে চলচ্চিত্র উৎসবগুলো আরও নিয়মিতভাবে হোক এই কামনা করি।”

প্রতিবছরের ন্যায় এবারেও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যা চলচ্চিত্র শিল্পি-দর্শক-কলাকুশলিদের সর্ববৃহৎ মিলনমেলা। এবছর ১৫ জানুয়ারিতে শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।

পছন্দের আরো পোস্ট