চুয়েটে আইটিইই এর প্রভাব ও গুরুত্ব বিষয়ক সেমিনার

চুয়েট প্রতিনিধি।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জাপানের বাজারের উপযোগী তথ্যপ্রযুক্তি খাতের প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন প্রজেক্টের অংশ হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ আয়োজনে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগিতায় আইটিইই-এর প্রভাব ও গুরুত্ব বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৮ই জানুয়ারি) মঙ্গলবার সিএসই বিভাগের সেমিনার কক্ষে সম্পন্ন হয়েছে।

Post MIddle

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক। সেমিনারে জাপানে দক্ষতা উন্নয়নে আইটিইই-এর ভূমিকা নিয়ে জাইকার আইটিইই বিষয়ক বিশেষজ্ঞ মি. আকিহিরো সোজি এবং আইটিইই-এর প্রভাব ও গুরুত্ব নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আইটিইই-এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম সারওয়ার।

শুরুতে আইটিইই এবং বি-জেট নিয়ে ভিডিওচিত্র উপস্থাপন করেন আইটিইই প্রজেক্টের মানবসম্পদ বিশেষজ্ঞ হাসান আহমেদ শরীফ। সেমিনারে সিএসই বিভাগের শিক্ষকম-লীসহ তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট