চবি সংস্কৃত বিভাগে কম্পিউটার ল্যাব উদ্বোধন

চবি প্রতিনিধি।

ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় চবি সংস্কৃত বিভাগে প্রতিষ্ঠিত কম্পিউটার ল্যাব আজ (১৯ জানুয়ারি ২০২২) বুধবার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

অনুষ্ঠানে চবি সংস্কৃত বিভাগের সভাপতি ড. শিপক কৃষ্ণ দেব নাথ, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর ড. ময়না তালুকদার, চবি সংস্কৃত বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Post MIddle

উপাচার্য উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করায় ভারতীয় হাই কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আধুনিক বিজ্ঞানের অন্যতম আবিষ্কার হল কম্পিউটার। কম্পিউটারে দক্ষতা ছাড়া আধুনিক বিশ্বে কোন কাজ করাই সম্ভব নয়। তাই কম্পিউটার ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাডেমিক শিক্ষার পাশাপাশি এ কম্পিউটার ল্যাবের সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে বিভাগের শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদে পরিণত হবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

পছন্দের আরো পোস্ট