কুবি রোটারেক্ট ক্লাবের শীতবস্ত্র বিতরণ

কুবি প্রতিনিধি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটারেক্ট ক্লাবের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে ‘প্রজেক্ট উষ্ণতা’ এর আওতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।  গতকাল সোমবার(১৭ই জানুয়ারি), রাত নয়টায় কুমিল্লা রেলস্টেশনে শীতবস্ত্র বিতরণ প্রজেক্টটি বাস্তবায়নে কাজ করেছেন প্রজেক্ট চেয়ারম্যান, কো চেয়ারম্যান সহ ক্লাবের অন্যন্য সদস্যরা।

প্রজেক্ট নিয়ে ক্লাব সভাপতি রোটাঃ মোঃ মাছুম বিল্লাহ বলেন আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটারেক্ট ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছি। তার মধ্যে সমাজসেবা প্রকল্পের আওতায় আমরা অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করি।

Post MIddle

তিনি আরো বলেন, মানুষের মাঝে ভালোবাসা এবং উষ্ণতা ছড়িয়ে দিতে পেরে আমরা সবাই খুবই আনন্দিত। কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটারেক্ট ক্লাব সামনের দিনগুলোতেও এরকম সমাজসেবা প্রজেক্ট গুলো অব্যাহত রাখবে।

প্রজেক্টটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটাঃ ইশতিয়াক আহমেদ এবং ভাইস চেয়ারম্যান রোটাঃ মোহন চক্রবর্তী।
বিল্লাল হোসেন স্বাধীন

পছন্দের আরো পোস্ট