সিকৃবিতে বায়োটেক নাইট ও ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিকৃবি প্রতিনিধি।

প্রতিবছরের মতো এবছরের শুরুতেই বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ আয়োজন করেছে “বায়োটেক নাইট – ২০২২”। গত ১১ জানুয়ারি থেকেই শুরু হয়েছে বায়োটেক ফুটসাল টুর্নামেন্ট।

ফুটবলের স্বল্প ভার্সনের এই আয়োজনে ফাইনালে অংশ নেয় বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ৪র্থ ব্যাচ ও ৫ম ব্যাচ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন সমাবর্তন মাঠে ফাইনাল খেলায় ৪র্থ ব্যাচ ফুটসাল টুর্নামেন্টে জয় লাভ করেছে।

Post MIddle

বায়োটেক নাইটএদিকে গতকাল সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে শুরু হয় বায়োটেক নাইট। বায়োটেকনোলজি অনুষদের ভবন -২ এর ছাদে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আনন্দ অনুষ্ঠানের শুরু হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। শিক্ষকদের বল নিক্ষপ, নারীদের পিলোপাস ও ঝুড়িতে বল নিক্ষেপসহ আরো কয়েকটি ইনডোর গেম্সও অনুষ্ঠিত হয়েছে। সবশেষে বারবি-কিউ পার্টির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা “বায়োটেক নাইট” উদযাপন করেছে।

অনুষ্ঠানের শেষে খেলাধূলায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। অনুষদীয় ছাত্র সমিতিকে দেয়া হয় বিশেষ সম্মাননা। বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা এসময় উপস্থিত ছিলেন।

বায়োটেক নাইট

পছন্দের আরো পোস্ট