
চবিতে কখন কোনদিন কোন পরীক্ষা
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) কর্তৃক প্রেরিত আজ (১৩ জানুয়ারী) বৃহস্পতিবার পাঠানো প্রেস রিলিজে বিভিন্ন বিভাগের পরীক্ষার সময়সূচী জানানো হয়েছে।
গণিত বিভাগ
চবি গণিত বিভাগের ৪র্থ বি.এসসি (সম্মান) ২০২১ এর মৌখিক পরীক্ষা আগামী ১৭.১.২০২২ থেকে ২০.১.২০২২ পর্যন্ত প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে শুরু হবে।

সমাজতত্ত্ব বিভাগ
চবি সমাজতত্ত্ব বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমএসএস কোর্সে আগামী ১৬.১.২০২২ থেকে সাময়িক ভর্তি/পুনঃভর্তি শুরু হবে। বিলম্ব ফি ব্যতীত ২০.১.২০২২ এবং বিলম্ব ফি সহ ২৬.১.২০২২ পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগ
চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৩য় বর্ষ বি.এসসি. (অনার্স) ২০২০ এর কোর্স নং-৩১০ ব্যবহারিক পরীক্ষা আগামী ১৬.১.২০২২ থেকে ২৩.১.২০২২ পর্যন্ত কোর্স নং-৩১১ এর ব্যবহারিক পরীক্ষা ২৪.১.২০২২ থেকে ৩১.১.২০২২ পর্যন্ত এবং কোর্স নং-৩০৯ এর ব্যবহারিক পরীক্ষা ১.২.২০২২ থেকে ২.২.২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্যবলী ও সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।