ইবিতে পৌষ উৎসব অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি-

‘হিম হিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠা পুলির সুবাস’ শ্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পেীষ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ এর আয়োজন করে।

Post MIddle

উৎসবে বিভাগের শিক্ষার্থীরা পাটিসাপটা, দুধ সরু, পাতা নকশী, পাতা ,ঝাল পুলি, বিস্কুট , বরফি, পায়েস, ডিম সুতি, পাটি সাপটা, বকুল, শঙ্খ, শুকনো, সিদ্ধ কুলি ও দুধ চিতইসহ ৩৭ রকমের নকসী পিঠা প্রদর্শন করেন।
পৌষ উৎসব
বুধবার বেলা সাড়ে ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে পৌষ উৎসব উপলক্ষে র‌্যালি বের করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুব মুর্শেদ, অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ, অধ্যাপক ড. রশিদুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, ড. ইয়াসমিন আরা সাথী, রোজী আহমেদ, ফৌজিয়া খাতুনসহ বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে সেখানে পৌষ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের শিক্ষকরা।

পছন্দের আরো পোস্ট