ইবিতে আইকিউএসির কর্মশালা

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আউটকাম বেইজড এডুকেশন কারিকুলাম প্রিপারেশন ফর সায়েন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ জানুয়ারি) রোববার সকালে আইকিউএসির সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

Post MIddle

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাঃ মনিরুজ্জামান। কর্মশালায় শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম রিসোর্স পারসন হিসেবে ফলাফল ভিত্তিক বিজ্ঞান বিষয়ক পাঠ্যক্রম প্রস্তুতকরণের উপর প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহন করেন।

পছন্দের আরো পোস্ট