চবি উপাচার্যের সাথে সোনালী ব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ

চবি প্রতিনিধি।

সোনালী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের জি.এম. অফিসের জেনারেল ম্যানেজার মোঃ আলী আশরাফ আবু তাহের এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল (৩ জানুয়ারি ২০২২) সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন।

Post MIddle

এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম. সালামত উল্যা ভূঁইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রাশেদ উন নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোঃ এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মনজুরুল আলম, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাসির উদ্দিন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম এবং হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ ফরিদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন সোনালী ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখার ডিজিএম মোঃ মনির হোসেন, লালদিঘী কর্পোরেট শাখার ডিজিএম মোঃ ইয়াকুব মজুমদার এবং ডিজিএম মোঃ শাহীন মিয়া।

পছন্দের আরো পোস্ট