ইবিতে আইকিউএসি’র দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আউটকাম বেসড্ এডুকেশন কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর সম্মেলন-কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Post MIddle

IU_Training Programmeসভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এম. মনিরুজ্জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য উপস্থাপন করেন।

ডিনবৃন্দ, সভাপতিবৃন্দ, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

IU_Training Programme

পছন্দের আরো পোস্ট