ইবি সিআরসির শীতবস্ত্র বিতরণ

ইবি প্রতিনিধি।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কাম ফর রোড চাইল্ড (সি আর সি)ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২২ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করে সংগঠনটির কর্মীরা।

এর আগে বেলা ১১টায় ক্যাম্পাসে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তারা। “থেকে এক সাথে যুক্ত করবো পৃথিবী পথশিশু মুক্ত” এই শ্লোগানে শতাধিক শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

Post MIddle

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ইবনে মনির হোসাইন, সাধারন সম্পাদক উম্মে সালমা ইসলাম, সহ সভাপতি আতিকুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ সংগঠনটির অন্য সদস্যরা।

সংগঠনটির ইবি শাখা সভাপতি ইবনে মনির হোসাইন বলেন, সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়ন, উপদেষ্টামন্ডলীর সহযোগীতা ও আবাসিক হলের শিক্ষার্থীদের কাছে অর্থ কালেকশন করে এই শীতবস্ত্র বিতরণ করেছি। সাহায্যপ্রাপ্ত পথশিশু ও অসহায় মানুষদের মুখের হাসি আমাদের সবচেয়ে বড় অর্যন। আমরা বাংলাদেশকে অসহায় ও দারিদ্রমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই।

পছন্দের আরো পোস্ট