ঢাবি কলাভবনের ‘মুক্তিমঞ্চ’ এ সাংস্কৃতিক অনুষ্ঠান
ঢাবি প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে কলা অনুষদের উদ্যোগে গতকাল ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার সন্ধ্যায় কলাভবনের ‘মুক্তিমঞ্চ’ প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।
এছাড়া, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম স্বাগত বক্তব্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।