ইবি শিক্ষক সমিতির নেতৃত্বে সভাপতি ড.মিজানূর,সম্পাদক ড.জাহাঙ্গীর

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের অধ্যাপক ড. মিজানূর রহমান (১৭৪ ভোট) সভাপতি ও অওয়ামীপন্থী প্যানেলের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন (১৮৬ ভোট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির ১৫ টি পদের মধ্যে ১০ টিতেই নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের শিক্ষকরা।

রবিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে দেড়টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার অধ্যাপক ড. একেএম আব্দুস সোবহান।

নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন,

Post MIddle

সহ-সভাপতি আওয়ামীপন্থী প্যানেলের অধ্যাপক ড. আনোয়ারুল হক (১৬৬ ভোট), যুগ্ম-সাধারণ সম্পাদক বিএনপি-জামাতপন্থী অধ্যাপক ড. মিজানুর রহমান(১৫৩ ভোট), কোষাধ্যক্ষ বিএনপি-জামাতপন্থী প্যানেলের অধ্যাপক ড. আব্দুল বারী (১৬৫ ভোট)।

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি-জামাতপন্থী প্যানেলের অধ্যাপক ড. নুরুন্নাহার (১৬৫ ভোট), অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া (১৬৯ ভোট), অধ্যাপক ড. জাহিদুল ইসলাম (১৬২ ভোট), অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান (১৬৬ ভোট), অধ্যাপক ড. খোদেজা খাতুন (১৬৮ ভোট), অধ্যাপক ড. রফিকুল ইসলাম (১৬৭ ভোট), অধ্যাপক ড. শাহীনুজ্জামান (১৭৩ ভোট), আওয়ামীপন্থী প্যানেলের অধ্যাপক ড. শামসুল আলম (১৬১ ভোট), অধ্যাপক ড. আনোয়ার হোসেন (১৬৪ ভোট) ও অধ্যাপক ড. মাহবুবুল আরফীন (১৭১ ভোট)।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচিত হওয়ার পর আমরা সকল শিক্ষকদের প্রতিনিধি। নির্বাচনে সহযোগীতার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দল-মত নির্বিশেষে আমরা সকলে একসাথে কাজ করতে চাই।’

উল্লেখ্য, নির্বাচনে ৩৯০টি ভোটের মধ্যে ৩৪৬ টি ভোট পড়ে। এর মধ্যে ৩ টি ব্যালট বাতিল হয়।

পছন্দের আরো পোস্ট