অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা

স্থায়ী সনদপ্রাপ্ত অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ফার্মেসী বিভাগ এর উদ্যোগে গতকাল (১০ ডিসেম্বর ২০২১) ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী সিকদার। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিক উদ্দিন আহমেদ, জুলফার বাংলাদেশ লিমিটেড এর পরিচালক (মার্কেটিং এন্ড সেলস) মোহাম্মদ আখতার হোসেন ও বিকন ফার্মাসিউটিক্যাল লি: এর ম্যানেজার (এইচআর এন্ড এডমিন) মোঃ রিফাতুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফার্মেসী বিভাগের এ্যাডভাইজর প্রফেসর ড. আসলাম হোসেন এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান আসমা কবির।

Post MIddle

প্রধান অতিথি মোঃ লিয়াকত আলী সিকদার বলেন, ‘পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় পারদর্শী হতে হবে।’

সম্মানিত অতিথিবৃন্দ ক্রিকেট, ব্যাডমিন্টন (ছাত্র ও ছাত্রী), এবং ক্যারাম (একক ও দ্বৈত) প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রিকেটে বিজয়ী দলকে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষে জনাব মোঃ রিফাতুল হক প্রাইজ মানি প্রদান করেন।

এসময় রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরান চৌধুরী, এগ্রিবিজনেস বিভাগের এ্যাডভাইজর প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান, আইএমসি এ্যাডভাইজর শাহারুল আলম মিনা, ফার্মেসী বিভাগ সহ অন্যান্য বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Sports_ADUST

পছন্দের আরো পোস্ট