সিকৃবির সহকারী রেজিস্ট্রার রথীন্দ্র মল্লিকের মৃত্যুতে স্মরণ সভা

সিকৃবি প্রতিনিধি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রথীন্দ্র মল্লিকের মৃত্যুতে স্মরণ সভা করেছে সিকৃবি অফিসার পরিষদ। ২২ নভেম্বর সোমবার মিনি অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

Post MIddle

অফিসার পরিষদের সভাপতি মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ফকর উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, চিফ মেডিক্যাল অফিসার ডাঃ অসীম রন্জন রায়, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, এডিশনাল রেজিস্ট্রার সেলিনা বেগম, উপ পরিচালক ড. সালাহ উদ্দীন আহমদ, ডেপুটি রেজিস্ট্রার আসমা পারভীন, প্রক্টর ড. মোঃ তাওহীদ হাসান, ডেপুটি রেজিস্ট্রার ডাঃ আফরাদুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ কামরুল ইসলাম, সেকশন অফিসার শিপলু রায়, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুন উদ্দিন প্রমুখ।

বক্তারা রথীন্দ্র মল্লীকের স্মৃতিচারণা করার সময় শোকে মূহ্যমান হয়ে পরেন। ভাইস চ্যান্সেলর রথীন্দ্র মল্লিকের পরিবারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এদিকে কৃষিবিদ ও বরেণ্য রাজনীতিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে এই স্মরণ সভা থেকে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পছন্দের আরো পোস্ট