গবির বিএমবি বিভাগের ফুটবল টুর্নামেন্ট শুরু
সুপর্না রহমান,গবি প্রতিনিধি।
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের প্রয়াত প্রধান অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বিএমবি বিভাগের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেছেন ট্রেজারার অধ্যাপক মো. সিরাজুল ইসলাম চৌধুরী। রঙিন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্ভোদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএমবি বিভাগের প্রধান সিনিয়র সহকারী অধ্যাপক ড. ফুয়াদ হোসেন, সহকারী অধ্যাপক ড. মাহবুবা খাতুন, শ্যাম সুন্দর শাহা, প্রভাষক শাহনাজ রহমান, এখলাস উদ্দিন দিপু, ইউসুফ আলী, ফিজিক্যাল ইন্সট্রাক্টর হাবিব উদ্দীন প্রমুখ।