জাবি ভর্তি পরীক্ষায় অসদুপায়ের দায়ে কারাদন্ড

জাবি প্রতিনিধি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় আজ ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বন করায় আসাদ মিয়া নামের এক পরীক্ষার্থীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

আজ সকাল দশটায় কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে জাবি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আসাদ মিয়াকে ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।

Post MIddle

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদ ধামরাই সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার ভূতছড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

জিজ্ঞাসাবাদে আসাদ মিয়া জানায়, সে মাদ্রাসা থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সমমান পরীক্ষায় পাশ করেছে।

সে আরও জানায়, এক লক্ষ টাকার বিনিময়ে তার এক পরিচিতজন তাকে ডিজিটাল ডিভাইসসহ পরীক্ষা কেন্দ্রে পাঠায়। সে ডিভাইসের মাধ্যমে প্রশ্ন বাইরে পাঠালে ডিভাইসের মাধ্যমেই প্রশ্নের উত্তর বলে দেয়া হতো। কিন্তু শুরুতেই পরিদর্শকের কাছে ধরা পড়ে যাওয়ায় সে এ কাজ করতে পারেনি।

পছন্দের আরো পোস্ট