ইসরাত জাহানের কবিতা “অতনুর জন্য“

ইসরাত জাহান।

অতনু !!
এখন তুমি কোথায় আছ?
কেমন আছ?
মনে কি পড়ে আমাকে??
নাকি আমায় মনে করে ছুঁয়ে দাও অন্য কারো ঘামে ভেজা স্যাতস্যাতে কপাল?
এখনও কি আমি তোমার মন খারাপের কারণ হই?
নাকি তুমিই হারিয়েছো গহীনে ফেলে নোঙর?
অতনু,,
মধ্য রাতের নক্ষত্র আমি—
প্রতীক্ষায় অনন্ত জ্বলে থাকি
বিষন্ন আশ্বাদনে!
মৃদু আলোতে পথ দেখাতে তোমায়,
আঁধারিয়া মনে ভেবে নিতে পারো তুমি,,
প্রেম তব নেভে না কভু অপেক্ষার ক্লান্তিতে,
ফিরতে হবে সঙ্গী করে গ্লানি
তোমাকেই—–
জেনে রেখো তবে
এও যে সুনিশ্চিত।।

পছন্দের আরো পোস্ট