গ্রিন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী সিএসই কার্নিভাল

নিজস্ব প্রতিবেদক।

কম্পিউটার বিজ্ঞানের নানা অনুষঙ্গ নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে তিন দিনব্যাপি ভার্চুয়াল সিএসই কার্নিভাল-২০২১ সোমবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত এই উৎসব শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে এক মিলনমেলায় রূপ নেয়।

সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আজাদের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, কম্পিউটার বিজ্ঞানের যুগে এই শুধু প্রযুক্তি জানা নয়, এর ব্যবহারজ্ঞানও জরুরি। এ কারণেই সিএসই কার্নিভালের উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সবচেয়ে বেশি প্রয়োজন প্রযুক্তির জ্ঞান। সেই সঙ্গে থাকতে হবে নেতৃত্বের গুণাবলী। সিএসই কার্নিভালের মাধ্যমে সেই ঘাটতি কিছুটা হলে পূরণ হওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

Post MIddle

উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, কম্পিউটার জ্ঞান সবার জন্য প্রযোজ্য। ছাত্র ইইই কিংবা অর্থনীতি যে বিভাগেই পড়–ক না কেন তাকে কম্পিউটারে দক্ষ হতে হবে। তবেই সফলতা আসবে।

অনুষদের ডিন ও সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ আধুনিক বিশ্বে কম্পিউটার সায়েন্সের গুরুত্ব নানাভাবে তুলে ধরেন। সেই সঙ্গে সিএসই বিভাগের উদ্যোগে আয়োজিত সিএসই কার্নিভালের নানা দিক নিয়ে আলোচনা করেন।

তিন দিনব্যাপী এই উৎসবের ‘গেমিং কম্পিটিশন, ইন্ট্রা ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট, আইসিটি কুইজ কম্পিটিউশন, ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, লুডু ও দাবা প্রতিযোগিতা এবং কালচারার প্রোগ্রামের আয়োজন করা হয়। কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সামদানী ফকির উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার দেন।

পছন্দের আরো পোস্ট