রাবিতে উদ্বোধন হলো ইমেরিটাস প্রফেসর এবিএম হোসেন গ্যালারি
রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ইমেরিটাস প্রফেসর এবিএম হোসেন গ্যালারি বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। এদিন বেলা ১১টায় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এই গ্যালারি উদ্বোধন করেন।
গ্যালারি উদ্বোধন উপলক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফজলুল হক ও ড. এবিএম হোসেনের পুত্র বিশিষ্ট ভূতত্ত¡বিদ ড. মুঈন হোসেন। বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ ফায়েক উজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর শামসুজ্জোহা এছামী ও বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর এম এ বারী প্রফেসর ইমেরিটাস এবিএম হোসেন জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রফেসর ইমেরিটাস এ কে এম ইয়াকুব আলী, প্রফেসর সনৎ কুমার সাহা, প্রফেসর মো. শহীদুল্লাহ, প্রফেসর মো. আবুল কাশেম, প্রফেসর ইমেরিটাস এবিএম হোসেনর কন্যা অধ্যাপক আবহাররুখ হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রফেসর ইমেরিটাস এবিএম হোসেন শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রথম বিভাগ ও প্রথম শ্রেণিসহ মেধাতালিকায় স্থান করে নেন। তিনি ১৯৬০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ থেকে ইসলামিক স্থাপত্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ও একই বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনিয়র লেকচারার হিসেবে যোগ দেন। ১৯৭২ সালে তিনি প্রফেসর পদে উন্নীত হন ও ২০০১ সালে প্রফেসর ইমেরিটাস পদে ভূষিত হন।
তাঁর প্রণীত ও সম্পাদিত ১৫টি গ্রন্থ ও শতাধিক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তাঁর তত্ত¡াবধানে ২২ জন গবেষক এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি বিভাগীয় প্রধান ও বিভাগীয় সভাপতি, কলা অনুষদের অধিকর্তা, সিনেট ও সিন্ডিকেট সদস্যসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ইউজিসি পুরস্কারসহ বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটির আজীবন ফেলোশিপ লাভ করেন।