ইবির ক্লাস শুরু ২০ অক্টোবর

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) আবাসিক হল খুলছে আগামী ৯ অক্টোবর। এছাড়া সশরীরে ক্লাস শুরু হবে আগামী ২০ অক্টোবর। সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুধু আবাসিক শিক্ষার্থীরা আগামী ৯ অক্টোবর সকাল ১০ টা থেকে হলে উঠতে পারবে। তবে হলে উঠতে গেলে করোনা ভ্যাক্সিনের অন্তত একটি ডোজ নিতে হবে তাদের। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি রক্ষার্থে বিলুপ্ত করা হবে হলের গণরুম।

Post MIddle

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২১তম জরুরী সভা অনুষ্ঠিত হয়। এসময় আবাসিক হল খোলার ব্যাপারে শিক্ষকদের মতামত নেয়া হয়। পরে সন্ধ্যা ৭ টায় জরুরি সিন্ডিকেট অনুষ্ঠিত হয়। সেখানে একাডেমিক কাউন্সিলের মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সিন্ডিকেট সভায় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান ও অন্য সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট