আইইউবির সাব-ন্যাশনাল ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।
CORVI ভ্যালিডেশন কর্মশালা, “জলবায়ু ও মহাসাগর ঝুঁকি দুর্বলতা সূচক (CORVI): চট্টগ্রাম নগরীর ঝুঁকি মূল্যায়ন”, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে ৩০ সেপ্টেম্বর ২০২১ অনুষ্ঠিত হয়। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে দ্য ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ওপিআরআই) এবং দ্য সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ), জাপান; সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজ, অর্থনীতি বিভাগ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডেন্ট ড. আতসুশি সুনামি এবং জাপানের ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ওপিআরআই) প্রেসিডেন্ট ড. হিডে সাকাগুচি। আইইউবি-র উপ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান স্বাগত ও সমাপনী বক্তব্য প্রদান করেন। কর্মশালার মডারেটর হিসেবে ছিলেন সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম, পরিচালক, সেন্টার ফর বে অফ বেঙ্গল স্টাডিজ, আইইউবি।
পেপার উপস্থাপন করেন ড. এমাদুল ইসলাম, রিসার্চ লিড, CORVI এবং ডেপুটি ডিরেক্টর, সেন্টার ফর বে অফ বেঙ্গল স্টাডিজ, আইইউবি। অন্যান্য CORVI দলের সদস্যরাও কর্মশালার সময় উপস্থিত ছিলেন; ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ, অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড. শাহরিয়ার কবির, সহযোগী অধ্যাপক, আইইউবি, ড. মো খালেদ সাইফুল্লাহ, সহকারী অধ্যাপক, আইইউবি, ড. মিকো মাইকাওয়া, সিনিয়র রিসার্চ ফেলো, ওপিআরআই, হাজিমে তানাকা, রিসার্চ ফেলো, ওপিআরআই।
CORVI বিশ্লেষণ অনুসারে, চট্টগ্রাম পরিবেশগত এবং অর্থনৈতিক ক্ষতির মুখে আছে। পরিবেশগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক ঝুঁকির ক্ষেত্রে ১০ টি সূচকের মধ্যে সাতটি মাঝারি থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ স্কোর রয়েছে।
গবেষণার প্রধান ড. ইসলাম জোর দিয়েছিলেন যে, CORVI এর সিদ্ধান্তগুলি নীতি নির্ধারক এবং বেসরকারি বিনিয়োগকারীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ চট্টগ্রাম দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সমালোচনামূলক, সেইসাথে দক্ষিণ এশিয়ার দেশগুলির জন্য যারা বঙ্গোপসাগর থেকে আয়ের উপর নির্ভর করে।
সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন যে চট্টগ্রামে পরিবেশ বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শহরটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মশালায় সরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, উন্নয়ন কর্তৃপক্ষ, এনজিও কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।