প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ইবিতে বৃক্ষরোপণ

ইবি প্রতিনিধি।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিনে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ।আরও অভিনন্দন জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা আজ তাঁরই কন্যার হাতে বাস্তবায়িত হচ্ছে। সরকার পরিচালনায় তাঁর দক্ষতায় কৃষি, শিক্ষা,অর্থনীতি, স্বাস্থ্যসেবা,বিদ্যুৎ,খাদ্য,নারীর ক্ষমতায়ন ইত্যাদি বহুক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। করোনা মহামারীতে গোটা বিশ্ব যখন ক্ষতিগ্রস্থ হযেছে তখনও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী মোকাবেলায় কোভিড-১৯ এর ভ্যাকসিনের ব্যবস্থা করে জনমানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে স্থান লাভ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মডেল দেশ হিসেবে বিশ্বে স্বীকৃত লাভ করেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

Post MIddle

আজ (২৮ সেপ্টেম্বর) এ বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিপালন করা হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেইন গেট সংলগ্ন এলাকায় সোনালু গাছের চারা লাগিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান,পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন,অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান,অধ্যাপক ড.মাহবুবুল আরফিন,অধ্যাপক ড.গৌতম কুমার দাস, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন,সহকারী প্রক্টর মোঃ সাজাজাদুর রহমান টিটু, উপ-পরিচালক (তপ্রজ) মোঃ আতাউল হক প্রমুখ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে নীম, সোনালুসহ আরও বিভিন্ন জাতের ৭৫টি গাছ লাগানো হবে।
পছন্দের আরো পোস্ট