রাবিতে রোকেয়ার ম্যুরাল ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
রাবি প্রতিনিধি।
আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে রোকেয়ার ম্যুরাল উদ্বোধন ও রোকেয়া স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বিকেল ৪টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এই ম্যুরাল উদ্বোধন ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
হল প্রাধ্যক্ষ প্রফেসর মোর্বারা সিদ্দিকার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর সনৎ কুমার সাহা ও পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর অরুণ কুমার বসাক রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন ও কর্মের উপর আলোচনা করেন।