ইবিতে সবাইকে অফিসে উপস্থিত থাকতে হবে

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি এবং ইনস্টিটিউটের পরিচালকবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে প্রশাসন ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, করোনার বাস্তবতা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের প্রতিটি বিভাগের পরীক্ষা গ্রহণ করতে হবে। তিনি বলেন, যে সকল পরীক্ষার খাতা মুল্যায়ণ এখনো শেষ হয়নি তা দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। ভিসি বলেন, অফিসসমূহ নিয়মিত খুলতে হবে এবং সবাইকে নিয়মিত অফিসে উপস্থিত থাকতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন অনুষদভূক্ত বিভাগগুলো বন্ধ ছিল। অবশ্যই অনুষদ, বিভাগ ক্লাসরুম পরিস্কার-পরিচ্ছন্ন করার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, আইসিটি সেলকে আরও শক্তিশালী করা হবে। তিনি সেন্ট্রাল ল্যাবরেটরিকে গবেষণামুখী করে তোলার আহবান জানান।

Post MIddle

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, মহামারী মোকাবেলা করেই আমাদেরকে সামনের দিকে এগুতে হবে। সেই বিবেচনায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, করোনার মধ্যে বিশ^বিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম চললেও আমাদের ক্যাম্পাস-একাডেমিক কার্যক্রমের ক্ষতি হয়েছে, আসুন আমরা চেষ্টা করি এ ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়ার জন্য।

রেজিস্ট্রার (ভার:) মু: আতাউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ধর্মতত্ব অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. হালিমা খাতুন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমীন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ মিজানুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজিবুল হক, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুস সামাদ, হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গাজী মোঃ মাহবুব মুর্শিদ, অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, ক্যামিক্যাল এন্ড কেমিকৌশল বিভাগের সভাপতি প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তী, লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি (ভার:) শামিম হোসেন।

পছন্দের আরো পোস্ট