বিএফসিএপির কমিউনিটি গার্ডেনিং কর্মসূচি

ইনজামুল সাফিন।

বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের (বিএফসিএপি) আয়োজনে এবং টিচ ফর কুড়িপাইকার সহযোগিতায় “কমিউনিটি গার্ডেনিং” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ইয়ূথ লিডার ও বিএফসিইপির ফোকাল পারসন ইনজামুল সাফিন এর দিকনির্দেশনায় এবং কো অর্গানাইজার মোঃ আলামীনের তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন বাগান তৈরি কর্মসূচির আহ্বায়ক মাহিন মাহামুদ কাওসার, মোঃ ইব্রাহিম মাঝি, মোঃ কাওসার হাওলাদার, মোঃ সাইয়াম মৃধা, মোঃ মেহেদি হাসান ঘরামী, মোঃ মিরাজ মাঝি, মোঃ সোহাগ খান প্রমুখ। এ কর্মসূচিতে পটুয়াখালী এনভারমেন্টাল ক্লাবের সদস্যবৃন্দ অংশ নেন।

Post MIddle

বাগান তৈরি কর্মসূচির আহ্বায়ক মাহিন মাহমুদ কাওসার বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুব কার্যক্রমের অংশ হিসেবে আমরা বাগান তৈরি করেছি, এটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণে ভুমিকা রাখবে।

বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের ফোকাল পারসন ইনজামুল সাফিন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামীর জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে আমরা এরকম কার্যক্রম অব্যাহত রাখব। এছাড়াও কর্মসূচিতে অর্থায়ন করায় বৃটিশ কাউন্সিলকে তিনি সুবিধাভোগী সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পছন্দের আরো পোস্ট